সিলেট পোষ্ট রিপোর্ট: প্রেম-প্রতারকের সংজ্ঞাটা বোধ হয় এর চেয়ে ভালো করে লেখা কঠিন। একই সময়ে ১৭ নারীর সঙ্গে চুটিয়ে প্রেমের নাটক চালিয়ে যাচ্ছিলেন চীনা এক প্রেমিক-তরুণ। কিন্তু, ধরা না পড়লেই তো চোরের কৃতিত্ব! তার ফেঁসে যাওয়ার মজার গল্পটা সিনেমাকেও হার মানানোর মতো। শেষ পর্যন্ত প্রেম-প্রতারণার দায়ে এখন তিনি অবস্থান করছেন শ্রীঘরে। আজই তাকে চীনের হুনান প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তরুণের নাম ইউয়ান। অভিযোগ রয়েছে কয়েক নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন ইউয়ান। এর মধ্যে একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে সন্তানের পিতাও হয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। তবে ঠিক কতো বছর এভাবে প্রেমের খেলায় মজেছিলেন ইউয়ান, তা এখনও জানা যায়নি। হুনান প্রদেশের চ্যাংশা এলাকার বাসিন্দা ইউয়ান। গত মাসে তিনি প্রথম খবরের শিরোনাম হন। তার ফেঁসে যাওয়ার পেছনেও রয়েছে মজার ঘটনা। একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে একে একে তার ১৭ গার্লফ্রেন্ড সেখানে তাকে দেখতে হাজির হন। বিস্ময় আর অবিশ্বাসের সঙ্গে জানলেন, একই পুরুষের প্রেয়সী তারা। এবার ওই ১৭ নারী ইউয়ানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে জোট বাঁধলেন। একটি অনলাইন চ্যাট গ্রুপ গড়ে তুললেন তারা। নাম দিলেন ‘রিভেনজ অ্যালায়েন্স’ খানে তারা ইউয়ানের সঙ্গে সম্পর্কের বিস্তারিত ঘটনাগুলো শেয়ার করলেন। তারা জানলেন, প্রতি মাসে ইউয়ান কয়েক গার্লফ্রেন্ডের কাছে টাকা চাইতো, কখনও সেটা বেশ বড় অঙ্কের। ইউয়ানের গ্রেপ্তারের খবর জানার পর ওই নারীরা তাদের চ্যাট গ্রুপটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখলেন ‘অ্যাঞ্জেলস’ এবং প্রতিজ্ঞা করলেন, এবার প্রত্যেকে নিজেদের জীবনটাকে নতুন করে সাজাবেন।