আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চমক হবেন ববি জিন্দাল, শেষ পর্যন্ত প্রার্থিতার দৌড়ে যদি টিকে থাকেন তিনি। অবশ্য ভোটের লড়াইয়ে প্রতীক পাওয়ার আশায় প্রাথমিক প্রস্তুতি তিনি শুরু করেছেন।
কে এই ববি জিন্দাল? অনেকেই তাকে হয়তো চেনেন। তার প্রথম পরিচয় তিনি যুক্তরাষ্ট্রের লুজিয়ানা রাজ্যের গভর্নর। দ্বিতীয় পরিচয় তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার বাবা-মা ভারতের পাঞ্জাব থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।
ববি জিন্দালের বয়স এখন ৪৩ বছর। এই বয়সেই তিনি লুজিয়ানার জনপ্রিয় নেতা ও রাজ্য গভর্নর। যদি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন, তবে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী, যার শেকড় ভারতের মাটিতে গাঁড়া। এতটুকু হলেও ভারতীয়দের জন্য তা হবে গর্বের ইতিহাস। অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে সূচিত হবে ভারতীয়দের জয়যাত্রা।
ববি জিন্দাল গত সোমবার প্রার্থী হওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেছেন। এবার রিপাবলিকান দলের সম্ভাব্য অনেক প্রার্থীর মধ্যে তার লড়াইয়ের সুযোগ কতটা সুগম হবে, তার পূর্বাভাস দেওয়ায়ই হবে এই কমিটির কাজ।
উল্লেখ্য, ববি জিন্দাল রিপাবলিকান পার্টির নেতা। রিপাবলিকানরা রক্ষণশীল। অভিবাসী আইন কঠোর থেকে কঠোরতর করার পক্ষে তারা। এ ছাড়া পররাষ্ট্রনীতিতে রিপাবলিকানরা কিছুটা আগ্রাসী চরিত্রের। কিন্তু একজন ভারতীয় হিসেবে ববি জিন্দাল কিছুটা উদার চরিত্রের হবেন- এমনটাই আশা করা হচ্ছে। তাই যদি হয়, ববি জিন্দাল হবেন রিপাবলিকানদের মধ্যে মধ্যপন্থি প্রার্থী। যুক্তরাষ্ট্রে এমন প্রার্থীর কদর এবার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।