শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপাী প্রযেক্ট ফেয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন কাইজেন সাস্ট । এবারের প্রযেক্ট ফেয়ারের প্রতিপাদ্য বিষয় “জাতীয় সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশগ্রহন”।আজ (২১মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারে প্রযেক্ট ফেয়ারের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আকতারুল ইসলাম।উদ্বোদন শেষে বিভিন্ন প্রযেক্ট ফেয়ারের স্টল ঘুরে পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও প্রফেসর আকতারূল ইসলাম।এদিকে দুপুর অ্ড়াই টার দিকে প্রযেক্ট ফেয়ারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল ও প্রফেসর ড. ইয়াসমিন হক। এ প্রযেক্ট ফেয়ারে শাবি সহ সিলেট মেট্রোপলিটিন ইউনিভার্সিটি, লিডিং ইউনির্ভাসিটি ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ৮৯ জন শিক্ষার্থীদের ৩৭টি টিম অংশ গ্রহন করেছে।বিকাল ৫টায় সেরা প্রযেক্ট উপস্থাপনকারীদের মধ্যে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।