সিলেটপোষ্টরিপোর্ট:টেকনাফ, ২১মে: ২ মাস বঙ্গোপসাগর থেকে ফেরত আসা আরো ১৭ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার করেছে টেকনাফের শাহপরীরদ্বীপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ ভোরে শাহপরীরদ্বীপের জালিয়া পাড়া এলাকা হতে তাদের আটক করে।উদ্ধারকৃতরা জানায়, প্রায় দুই মাস পূর্বে কক্সবাজার মহেশখালী হতে সাগরপথে ফিশিং ট্রলার যোগে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যরা তাদেরকে নিয়ে যায়। দালাল চক্রের সদস্যরা দীর্ঘ ২ মাস যাবত উক্ত মালয়েশিয়াগামী ভিকটিমদের সাগরে ফিশিং বোটে ভাসমান অবস্থায় রাখে। থাইল্যান্ডে ধরপাকড় বেড়ে যাওয়ার খবরে সাগরে ভাসমান থাকার পর ২১ মে রাত ৩ টায় অন্ধকারে অপরিচিত কিছু লোকের মাধ্যমে ছোট ট্রলারযোগে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর পাড়ে নামিয়ে দিয়ে যায়। এসময় বিজিবি তাদের আটক করে।ধৃত মালয়েশিয়াগামী উদ্ধারপ্রাপ্ত হচ্ছে নরসিংদী জেলার রায়পুরার দক্ষিন মির্জানগর গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের পুত্র মোঃ বিল্লাল হোসেন (২৮), মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ শফিক (২৩), মৃত কাজী মোতালেবের পুত্র মোঃ কাজী ইলিয়াস (৫৬), মোঃ জালাল মিয়ার পুত্র মোঃ কাউসার মিয়া (২২), শিবপুর থানার সপরিয়া গ্রামর মোঃ লিটন মিয়ার পুত্র মোঃ রকিব (২২), নরসিংদী সদরের চৌয়া এলাকার আবু ছিদ্দিকের পুত্র মোঃ আসাদ মিয়া (৩০), ওহাব মিয়ার পুত্র মোঃ ইউসুফ (২০), কান্দাইলের মোঃ আজিজের পুত্র মোঃ কিরন মমিন (২১), লিটন মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া (২৩), পাগহাটা গ্রামের মৃত আসাবুদ্দিনের পুত্র মোঃ আলম (৩৫), চাঁনখোলার মৃত ফোরকান আলীর পুত্র মোঃ সাহাবুদ্দিন (৩৭), চট্টগ্রামের সাতকানিয়া দক্ষিণ মরহলার আব্দুল জলিলের পুত্র মোঃ আবু বক্কর (২১), মৃত আহমদ হোছনের পুত্র মোঃ শাহজাহান আলী (২৪), সাতকানিয়া আশকর বাড়ির ফারুক আহমদের পুত্র মোঃ ইউনুস আলী (২৬), নারায়নগঞ্জ রূপগঞ্জ থানার বেলাবো এলাকার গৌরাঙ্গ মোদকের পুত্র শ্রী মানিক মোদক (২৪), ফতুল্লার ২নং বাবুরাইর আলী হোসনের পুত্র মোঃ নবী হোসেন (২৮), হবিগঞ্জ বানিয়াচংয়ের খাবিলপুরের তরিক উল্লাহর পুত্র মোঃ লোকমান আলী (২৫)।৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান, উদ্ধারকৃত মালয়েশিয়াগামী ভিকটিমদেরকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।