সিলেট পোষ্ট রিপোর্ট : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিজ্ঞান এবং সামরিক স্থাপনা পরিদর্শনের শর্তে তেহরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে কোনো পরমাণু চুক্তি সই করবে না।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু চুক্তির অংশ হিসেবে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে দেয়া হবে না বলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গতকাল (বুধবার) যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে ড. রুহানি বলেন,তার প্রশাসন সর্বোচ্চ নেতার আদেশকে অত্যন্ত কঠোরভাবে মেনে চলে।
প্রেসিডেন্ট রুহানি আজ (বৃহস্পতিবার) পূর্বাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে দেয়া এক বক্তৃতায় বলেন, “ইসলামি বিপ্লবের নেতার কথাই হচ্ছে ইরানি প্রশাসনের জন্য আইন। আমরা ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে কখনো এমন চুক্তিতে সই করব না যা বিদেশিদেরকে ইরানের বিজ্ঞান ও সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ করে দেবে।”
তিনি আরো বলেন,গবেষণা এবং উন্নয়ন আমাদের জন্য রেড লাইন এবং পরমাণু আলোচকরা এ ব্যাপারে ভালোভাবেই অবগত রয়েছেন।
গতকাল সর্বোচ্চ নেতা বলেছেন,তার দেশের সামরিক স্থাপনায় বিদেশিদের পরিদর্শন এবং ইরানের পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাতের নামে তাদেরকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেয়া হবে না। সর্বোচ্চ নেতা আরো বলেছেন, শত্রুদের মনে রাখা উচিত- ইরানি জাতি এবং কর্মকর্তারা কখনই বাড়তি দাবি মেনে নেবেন না এবং কোনো প্রকার হুমকি বরদাস্ত করবে না।