আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০জন মুসল্লি হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার কাতিফ প্রদেশের আল কাদিহ গ্রামের ইমাম আলি মসজিদে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।এ ঘটনায় প্রাথমিকভাবে বিভিন্ন গণমাধ্যমে ৩০ জনের মৃত্যুর আশঙ্কার কথা নিশ্চিত করেছে ইরানের প্রেসটিভি। আহত হয়েছে বেশ কয়েকজন।বিস্ফোরণের সময় মসজিদে দেড় শতাধিক মুসল্লি ছিলেন। হামলার পর ওই এলাকায় জড়ো হয়ে মুসল্লিদের বিক্ষোভ করতে দেখা যায়।সৌদি আরবে এই প্রথম বারের মতো কোন শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটল। তবে কারও পক্ষ থেকে এখনো হামলার দায় স্বীকার করা হয়নি।