সিলেটপোষ্টরিপোর্ট:ভারতের দুই প্রদেশে গত তিন দিনে তীব্র গরমে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশে অত্যাধিক গরমের কারণে গতকাল শুক্রবারই মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। দু’টো প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। তেলেঙ্গানার হাসপাতালগুলোতে প্রচণ্ডে গরমে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে এবং অন্ধ্র প্রদেশে প্রাদেশিক সরকার সবগুলো জেলায় জরুরি অবস্থার প্রেক্ষিতে তাৎক্ষণিক সেবা দানে চিকিৎসক দল গঠন করেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জনসাধারণের প্রতি তাপ প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ ছাড়া দিনের বেলা বাইরে না বের হওয়ার নির্দেশ দিয়েছেন।ভারতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার পরপরই দেশটির আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহ ‘গুরুতর’ বলে সতর্কবার্তা প্রচার করেছে এবং এই তাপপ্রবাহ আরো তিনদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে।ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তাদের আশঙ্কা, সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবারের গ্রীষ্মকাল। সর্বশেষ ২০০২ সালের মে মাসে তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস।তবে এবার তাপমাত্রা আগের রেকর্ড না ছাড়ালেও গরমের কারণে এত অল্প সময়ের ব্যবধানে প্রদেশ দু’টিতে এত বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা সারা বিশ্বেই নজিরবিহীন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।