সিলেট পোস্ট রিপোর্ট : ভারতের তেলেঙ্গনা রাজ্যে এক বাবা তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের বরাত দিয়ে রবিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। পুলিশ বলেছে, কমল নামের এক ব্যক্তি বান্টাবারা পুলিশ স্টেশনে শুক্রবার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে তিনি তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বার্বাদ গ্রামের কাছে তারা পানি খাওয়ার জন্য থামেন।
এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা তাকে পিটিয়ে অজ্ঞান করে এবং অটোরিকশা করে পালিয়ে যায়।
পরদিন শুক্রবার সকালে মেয়েটির লাশ পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মনে করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে থানায় একটি খুন ও ধর্ষণ মামলা হয়। রাঙ্গা রেড্ডি জেলার পুলিশের তত্ত্বাবধায়ক এম শ্রীনিভাস জানান, মামলার তদন্ত করতে গিয়ে প্রমাণ মিলেছে যে, নবম শ্রেণীর ছাত্রী ১৫ বছর বয়সী ওই মেয়েকে কমল নিজেই ধর্ষণের পর হত্যা করেছে। তিনি জানান, মদ্যপ অবস্থায় কমল ওই ঘটনা ঘটায়।