সিলেট পোস্ট রিপোর্ট : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন, ইরাকি সেনাবাহিনীর যুদ্ধ করার ইচ্ছে নেই এবং ইসলামিক স্টেটের জঙ্গিরা যে এতদূর এগিয়ে আসতে পেরেছে এটা তার অন্যতম কারণ।তবে ইরাক সরকার কার্টারের এসব অভিযোগকে অবাস্তব ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, রামাদিতে ইরাকি বাহিনীর সৈন্যসংখ্যা ছিল ইসলামিক স্টেটের চাইতে অনেক বেশি। কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরে গেছে এবং আইএস-এর আক্রমণে প্রতিহত করার কোনো চেষ্টা করেনি।
এ অবস্থাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন কার্টার। সরকারি বাহিনী এখন ইসলামিক স্টেট যোদ্ধাদের দখলে থাকা রামাদি শহরটিতে ঢোকার চেষ্টা করছে। সেখানে তীব্র লড়াই চলছে বলে খবর আসছে।
ইরাকি সেনাদের সহায়তা করছে শিয়া মিলিশিয়ারা এবং মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। আইএসএর অবস্থানের ওপর বিমান হামলা অব্যাহত আছে।
কার্টার বলেন, ইরাকি বাহিনীকে মার্কিন সহায়তা দেয়া অব্যাহত থাকবে, তবে জিহাদিদের হারাতে হলে ইরাকিদেরকে লড়বার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে এবং তাদেরকে আগামীতেও সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের মতো সহায়তা দিয়ে যাবে।