সিলেট পোস্ট রিপোর্ট : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির সাম্প্রতিক সাবমেরিন থেকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পরীক্ষার সাফল্যের প্রশংসা করেছেন। গত ৯ মে শনিবার এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয় দেশটি। উ. কোরীয় নেতা স্বচক্ষে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। উ. কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পরীক্ষায় ভূমিকা পালনকারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের সম্মানে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করেন কিম। তিনি ‘বিস্ময়কর’ ও ‘ঐতিহাসিক’ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে উ. কোরিয়ার পারমাণবিক হুমকি একটি নতুন পর্যায় নিল। এর আগে কিম একে ‘অসামান্য সাফল্য’ বলে উল্লেখ করেছিলেন। দেশটি ২০১২ সালে সফলভাবে কক্ষপথে স্যাটেলাইট পাঠিয়েছে। তিনি বলেন, সাবমেরিনভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অর্থ হল কোরিয়ার সামরিক বাহিনী উ. কোরিয়ার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় জলসীমা থেকে শত্রু বাহিনীকে উৎপাটন ও হামলা করতে সক্ষম বিশ্বমানের কৌশলগত অস্ত্রের মালিক হল।