সিলেট পোস্ট রিপোর্ট: অসহনীয় তাপদাহে ভারতে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে জানা গেছে। দেশটিতে সর্বশেষ ধারণকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ দশমিক ৪ বলে জানা গেছে। গলতে শুরু করেছে রাস্তাও। দিল্লির বিভিন্ন স্থানে দেখা গেছে ‘জেব্রা ক্রসিং’ এঁকেবেঁকে গেছে। কোথাও ফাটল ধরেছে রাস্তায়। পিচ গলে যাওয়ায় গাড়ি চালাতেও হচ্ছে সমস্যা।
দেশটিতে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ওড়িশ্যা, ঝাড়খান্ড এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে তাপদাহের প্রভাব বেশি। এই পরিস্থিতি আরও কিছুদিন চলবে বলে দেশটির আবহাওয়াবিদরা জানান। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।