সিলেট পোস্ট রিপোর্ট: তীব্র গরমে ওষ্ঠাগত ভারতের জনজীবন। কোন কোন স্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গনা ও অন্ধ্র প্রদেশে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত সেখানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১,১১৮ জনে উন্নীত হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় তীব্র দাবদাহে এ পর্যন্ত কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত সোমবার ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় অন্ধ্র প্রদেশে। সেখানে এ পর্যন্ত কমপক্ষে ৮৫২ জন প্রাণ হারিয়েছেন। তেলেঙ্গনায় ২৬৬ জনের মৃত্যু হয়েছে তীব্র গরমে। সেখানে সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিটস্ট্রোকের রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে অঞ্চলভিত্তিক প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষকে বাড়ির ভেতর থাকার পরামর্শ দিচ্ছে। গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গনা রাজ্যে তীব্র তাপদাহ বিরাজ করছে। তবে গত সপ্তাহেই সবচেয়ে বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। দ্রুত মৃতের সংখ্যা হাজার স্পর্শ করেছে সেখানে। এদিকে আগামী কয়েক দিনে ভারতের কয়েকটি অংশে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।