সিলেট পোস্ট রিপোর্ট: নিঃসন্দেহে কোনও মোবাইল ফোন কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহার হওয়ার যোগ্য দৃশ্যটা। এক দুষ্কৃতী গুলি চালালো এক ব্যক্তিকে লক্ষ্য করে। তবুও মরল না সেই ব্যক্তি। কারণ পকেটে রয়েছে আইফোন। এমনই এক ঘটনা ঘটেছে ব্রিটেনে।
১৯ বছরের রায়ান দুগান গুলি খেয়েও বেঁচে গেলেন প্রাণে। কারণ তার পকেটে ছিল একটি আইফোন ৫সি। ব্রিটিশ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে নিজের পোষ্য নিয়ে বেড়াতে গিয়েছিলেন রায়ান। ফিরে এসে বাড়ির জলের পাইপ ঠিক নেই দেখে ফের বাইরে বেরোন।
সেই সময় কয়েকজন প্রতিবেশির সঙ্গে জল নিয়ে তর্ক বাঁধে তার। এর পরে রায়ানেরই এক প্রতিবেশি রায়ানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। অল্পের জন্য রক্ষা পায় সে। গুলি গিয়ে লাগে পকেটে থাকা আইফোনে। আইফোনটি জ্বলে গেলেও, প্রাণে বেঁচে যান রায়ান। প্রতিবেশির নামে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে খবর মিলেছে।