সিলেটপোষ্ট রিপোর্ট: ইরাকের আনবার প্রদেশে চরমপন্থী সুন্নি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে গত চব্বিশ ঘণ্টায় অন্তত ১১০ সৈনিক নিহত হয়েছেন। আনবারের রাজধানী রামাদি ও ফাল্লুজাহ শহরে এ হতাহতের ঘটনা ঘটেছে। আইএসের কাছ থেকে রামাদিকে পুনর্দখলে ব্যাপক অভিযান শুরু করার পর এ ক্ষতি পোহাতে হল ইরাক কর্তৃপক্ষকে।
প্রসঙ্গত, ১৭ মে রামাদি দখলে নেয় আইএস। এরপর থেকেই রামাদিকে আইএসমুক্ত করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ইরাক কর্তৃপক্ষ।
শিয়া যোদ্ধাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার তারা রামাদিতে বিমান হামলাও শুরু করে।এদিকে রামাদির দখল ধরে রাখতে বিধ্বংসী ও আত্মঘাতী বোমা হামলা চালাতে থাকে আইএস। আর সেই হামলায় মাত্র এক দিনের ব্যবধানে নিহত হলেন শতাধিক সৈনিক।