সিলেটপোষ্ট রিপোর্ট: বিশ্বে সবচেয়ে বেশি ক্ষুধার্ত লোক বাস করে ভারতে। বর্তমানে দেশটিতে ক্ষুধার্ত লোকের সংখ্যা ১৯ কোটি ৪০ লাখ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বৃহস্পতিবার এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ বছরে বিশ্বে ক্ষুধার্ত লোকের সংখ্যা ৭৯ কোটি ৫০ লাখ কমেছে। ১৯৯০-৯২ বছরে এ সংখ্যা ছিল ১০০ কোটি। দারিদ্র্য বিমোচনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০১৫ সাল পর্যন্ত ১২৯টি দেশের ৭২টি দেশ তার অর্ধেক অর্জনে সক্ষম হয়েছে।
অন্যদিকে ২৯টি দেশ টার্গেটের চেয়েও বেশি অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর উন্নয়নশীল দেশগুলো লক্ষ্যমাত্রার খুব সামান্য অর্জন করতে পেরেছে।
এর আগে ক্ষুধার্ত দেশের তালিকার শীর্ষে ছিল চীন। উত্তর এশিয়ার দেশগুলোর মধ্যে চীনে ক্ষুধার্ত লোকের হার সবচেয়ে বেশি কমেছে। ফলে ভারতকে তালিকার শীর্ষে ঠেলে দিয়ে এগিয়ে গেছে চীন।
১৯৯০-৯২ বছরে ভারতে ক্ষুধার্ত লোকের সংখ্যা ছিল ২১ কোটির বেশি। ২০১৪-১৫ সালে এসে তা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৯ কোটিতে। দেশটিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এ সময়ের মধ্যে চীনে ক্ষুধার্ত লোকের সংখ্যা ভারতের চেয়ে অনেক বেশি কমেছে। ১৯৯০-৯২ বছরে চীনে ক্ষুধার্ত লোকের সংখ্যা ছিল প্রায় ২৯ কোটি। কিন্তু ২০১৪-১৫ সালে তা কমে হয়েছে ১৬ কোটির মতো।