সিলেট পোষ্ট রিপোর্ট: চীনে ২৬ শিশুকে ধর্ষণ ও যৌন হয়রানির দায়ে সাবেক এক শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গানসু প্রদেশে বৃহস্পতিবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর সাংহাই ডেইলির।
এর আগে লি জিসান নামে ওই শিক্ষককে মৃত্যদণ্ড দিয়েছিল তিয়ানসুইয়ের একটি আদালত।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ধর্ষণ ও যৌন হয়রানির শিকার ছাত্রীরা সব ৪ থেকে ১১ বছর বয়সী। ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থাকাকালীন ওই স্কুলছাত্রীদের নির্যাতন করেন জিসান।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক স্কুলের ছাত্রীদের শিশুসুলভ মনোভাব ও ভয়ার্তের সুযোগ নিয়ে শ্রেণীকক্ষ এবং ডরমিটরিতে এ নির্যাতন করেন জিসান।
এ ধরনের আচরণ শিশু ও সমাজের মধ্যে খুবই খারাপ প্রভাব ফেলবে বিবেচনায় জিসানকে সর্বোচ্চ শাস্তি দেয় আদালত।
আদালত এ সময় দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া এক উদ্বেগজনক তথ্যের উল্লেখ করেন। সর্বোচ্চ আদালত বলেছিল, দেশটিতে উদ্বেগজনক মাত্রায় শিশু যৌন নির্যাতন বেড়েছে।
২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে চীনে ৭ হাজার ১৪৫টি শিশু যৌন নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।