সিলেটপোস্টরিপোর্ট:ভূমিকম্প বিধ্বস্ত নেপালে একটি ত্রাণবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।মঙ্গলবার দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বের সিন্ধুপালচক জেলার পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে।বেসরকারিভাবে পরিচালিত মাউন্টেইন এয়ার কোম্পানির হেলিকপ্টারটি ওই এলাকার ভূমিকম্প বিধ্বস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছিল। গত ২৫ এপ্রিল ও ১২ মে নেপালে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধুপালচক তার মধ্যে অন্যতম।নেপালী সামরিকবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জগদিশ চন্দ্র পোখারেল বলেছেন, ‘হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে আমরা চারজনের লাশ উদ্ধার করেছি।’ কিছু গণমাধ্যমে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা খায়। কিন্তু পোখারেল বলেছেন, বিধ্বস্তের কারণ জানা যায়নি।এর আগে মে মাসে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানার পর ত্রাণ সরবরাহ করতে গিয়ে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ছয় মার্কিন মেরিন সেনা ও দুই নেপালী সেনা নিহত হন।