সিলেটপোস্টরিপোর্ট: বাংলাদেশ সময় সন্ধা সাত টার দিকে কায়রোর একটি হাসপাতালে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি মৃত্যবরণ করেছেন।হাবিবুর রহমানের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার শৈলকুপা গ্রামে। পিতার নাম কিবরিয়া। বয়স ৩২। হাবিবুর রহমানের ডাক নাম ‘মানিক’। হাবিবুর রহমান ২০১১ সালের দিকে মিশরে আসেন এবং ‘আশের মিন রমাদান’ শহরের ‘আবেদিন তেরেকো’ নামের এক সোয়েটার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। হাবিবুর রহমান গত তিন দিন যাবৎ রক্ত সমস্যা জনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে আজ দুপুরের দিকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে কায়রো পাঠিয়ে দিলে কায়রোর ‘মারকাজুল ওয়াহেদ লি তিব্ব’ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মিশরি সময় দুপুর ৩ টা বাংলাদেশ সময় ৭ টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা চলছে।