সিলেটপোস্টরিপোর্ট:উত্তর পূর্ব কেনিয়ায় এক গ্রামে জঙ্গি আক্রমণের ঘটনায় অন্তত ১৪ জন লোক নিহত হয়েছে।সোমালিয়া সীমান্তের কাছে মানডেরা গ্রামে গত রাতে ঘুমন্ত লোকজনের ওপর ওই আক্রমণ চালানো হয় বলে পুলিশের একজন কর্মকর্তার জানিয়েছেন।আক্রমণকারীরা প্রথমে গ্রেনেড ও পেট্্রল বোমার বিস্ফোরণ ঘটায়, তার পর গ্রামবাসীদের ওপর গুলিবর্ষণ শুরু করে।নিহতদের বেশির ভাগই একটি পাথরের কোয়ারির কর্মী বলে মনে করা হচ্ছে।পরে জিহাদি গোষ্ঠী আল-শাবাব এই আক্রমণের দায়িত্ব স্বীকার করে।মারদেরা এলাকায় সোমালিয়া সীমান্তের ওপারে আল-শাবাবের শক্তি ঘাটি রয়েছে।
পঠিত : 176
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন