সিলেটপোস্টরিপোর্ট:ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন সন্ত্রাসবাদের হুমকি যে এখনো বাস্তব এবং কিছু দিন আগে তিউনিসিয়াতে ৩০ জন ব্রিটিশ পর্যটকের নিহত হওয়ার ঘটনা সে কথাই মনে করিয়ে দিচ্ছে।২০০৫ সালের লন্ডন হামলার ১০ বছর পূর্তিতে ঐ হামলার কথা স্মরণ করে এক বার্তায় তিনি বলেন সন্ত্রাসবাদের ভয়ে ভীত নয় তাদের দেশ।২০০৫ সালে ৭ জুলাই লন্ডনের তিনটি আন্ডারগ্রাউন্ড ট্রেনে ও একটি বাসে আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হন।ঐ হামলায় ৭’শর বেশি মানুষ আহত হন। লন্ডন বোমা হামলাকারীদের সাথে আল-কায়েদার সংযোগ ছিল।মঙ্গলবার ঐ হামলার নিহতদের স্মরণে সেন্ট পল ক্যাথেড্রালে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
সূত্রে :বিবিসি
পঠিত : 113
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন