সিলেটপোস্টরিপোর্ট:৫০ হাজার ৭শ’ হ্যাকিংয়ের ঘটনায় আদালতে অভিযুক্ত হয়েছে ১৭ বছর বয়সী ফিনিশ কিশোর জুলিয়াস কিভিমাকি। ইমেইল হ্যাকিং, ইন্টারনেট সংযোগে বাধা সৃষ্টি এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরির অভিযোগ আনা হয়েছিল কিভিমাকির বিরুদ্ধে। আদালতে অভিযোগ প্রমাণিত হলেও দুই বছরের কারাদ- থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ওই কিশোরকে।বিবিসি জানিয়েছে, কিভিমাকির কম্পিউটার জব্দ করেছে ফিনল্যান্ডর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি হ্যাকিংয়ের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংগৃহীত ৬ হাজার ৫৮৮ ইউরোর সম্পদ ফেরত দিতেও আদেশ দেওয়া হয়েছে তাকে।বিবিসি আরও জানিয়েছে, ২০১২-১৩ সালে হ্যাকিংয়ের ঘটনায় সংশ্লিষ্ট হওয়ার সময় কিভিমাকির বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে ছিল বলে উল্লেখ করেন ফিনল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্ট অফ এসপোর বিচারক উইলহেম নরম্যান।আদালতের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রায় নির্ধারণের ক্ষেত্রে কিভিমাকির বয়স আমলে আনা হয়েছে এবং ওই কিশোরও তার কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত আছেন।অন্যদকে ফিনল্যান্ডের আদালতের ওই রায়ের ব্যাপারে নিজের শঙ্কার কথাও জানিয়েছে ইউরোপোল পরামর্শক অ্যালান উডওয়ার্ড। “আমি এটা নিশ্চিত যে আদালত সব দিক বিবেচনা করেই এই রায় দিয়েছে। তবে আমার প্রশ্ন হচ্ছে এমন রায় হ্যাকারদের উপর কী প্রভাব ফেলবে তা নিয়ে।”অ্যাডোবির ‘কোল্ডফিউশন’ সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়ে ৫০ হাজার কম্পিউটার সার্ভার হ্যাক করেছিলেন কিভিমাকি। এর মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কে ‘ব্যাকডোর’ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন ওই কিশোর। যার মাধ্যমে ডেটা চুরি করতেন তিনি।
পঠিত : 90
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন