সুনামগঞ্জ সংবাদদাতা, সিলেটপোস্ট : সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকা দুই কিশোর কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত ১ টার দিকে উপজেলার লাউড়েরগড় সীমান্তে এ ঘটনা ঘটে।
এরা হলেন, তাহিরপুর উপজেলার লাইড়েরগড় গ্রামের ছাতু মিয়ার ছেলে হক মিয়া (১৬) ও একই উপজেলার শান্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আলী হোসেন (১২)।
সুনামগঞ্জ-৮ বিজিবি’র লাউড়েরগড় বিওপি’র নায়েক সুবেদা আবদুল মজিদ জানান, মঙ্গলবার রাত ১ টার দিকে কয়লা কুড়াতে কুড়াতে হক মিয়া ও আলী হোসেন উপজেলাল সীমান্ত নদী যাদু কাটা নদীর আর্ন্তজাতিক সীমানা পিলার ১২০৩ এর (৩) নং পিলারের কাছে গেলে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী তাদের ধরে নিয়ে যায়।
বুধবার সকালে আলী ও হক’র স্বজনরা সুনামগঞ্জ-৮ বিজিবি’র লাউড়েরগড় বিওপিতে খবর দেন। খবর পেয়ে বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর সঙ্গে তাদের ফিরিয়ে আনতে যোগাযোগ করে।
নায়েক সুবদার আরো জানান, ধরে নিয়ে যাওয়া বাংলাদেশীকে ফেরত আনতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)’র সঙ্গে আলোচনা চলছে।