সংবাদ শিরোনাম
খুলতে যাচ্ছে সিলেটের পাথর কোয়ারি  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক  » «   ১৯ বিজিবি’র অভিযানে ভারতীয় কসমেটিকস, মদ ও পশুসহ প্রায় অর্ধ কোটি টাকার চোরাই পণ্য আটক  » «   শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বি‌ক্ষোভ মি‌ছিল ম‌ানববন্ধন  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ২ কোটি ৩৮ লক্ষ টাকার চোরাই পণ্য আটক  » «   ২৭নং ওয়ার্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল  » «   জিয়াউর রহমান কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে নিজেই মাঠে নেমে কাজ করেছেন-হুমায়ূন কবির শাহীন  » «   জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, বালু বোঝাই ট্রাক জব্দ  » «   কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী-খতমে নবুওয়াত মহাসম্মেলনে বক্তারা  » «   দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদেরকে সর্বদা নিবেদিতপ্রাণ থাকতে হবে-আব্দুল কাইয়ুম চৌধুরী  » «   সিলেট নগরীর ৪২ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন  » «   সিলেট মহানগর কৃষক দলের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত  » «   গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য আটক  » «   দোয়ারাবাজারে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আটক ৭  » «  

সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখার কুইজ

2222*  রোমানা বেগম (ছদ্মনাম)। ষোল বছর বয়সে তাহার বিয়ে হয়। বর্তমানে সে গর্ভবতী। তাহার রিক্সাচালক স্বামী তার চিকিৎসার ব্যাপারে উদাসীন। সে প্রায়ই রোমানাকে গালিগালাজ করে। রোমানা তাহার গর্ভকালীন চিকিৎসার জন্য সূর্যের হাসি ক্লিনিকে এসেছে। এখানে সে কাউন্সেলরের কাছে সব বিষয়ে খোলামেলা আলোচনা করল। কাউন্সেলর তার কথা মনোযোগ সহকারে শুনে বললেন, পুরো গর্ভকালীন সময়ে তাকে কমপক্ষে চারবার সেবাদানকারীর নিকট থেকে সেবা নিতে হবে। কাউন্সেলর তাকে অভয় দিয়ে বললেন, প্রসবকালীন সময়ে মা ও শিশুর মৃত্যুহার বেশি। তাই এ সময় তাহার জন্য ৪ সদস্য বিশিষ্ট সূর্যের হাসি ক্লিনিকের তিনদিনের পাহারা কর্মসূচী নেয়া হবে। শুধূ তাই নয়, স্বামীর অনুমতি নিয়ে কমিউনিটির সাথে আলোচনা করে তার বাড়ীর সামনে লাল পতাকা উড়ানো হবে। প্রসবকালীন সঞ্চয়ের জন্য তাকে মায়ের ব্যাংক দিলেন। প্রসব পরবর্তী সময়ে বাচ্চা জন্মের ১ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়াতে হবে এবং বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। রোমানাকে কাউন্সেলর দুধ খাওয়ানো/’পুষ্টি কর্ণারে নিয়ে গেলেন। তাকে কর্ণারের বিভিন্ন উপকরণ দেখিয়ে বললেন, শিশুর ছয় মাস পর থেকে বয়স অনুসারে বাড়তি খাবার দিতে হবে এবং পূর্ণ দুই বৎসর পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে। তাকে টিকা নিতে বললেন। রোমানা সূর্যের হাসি ক্লিনিকে সেবা নিয়ে খুশি মনে বাড়ি চলে গেল এবং পাড়াপড়শিকে সূর্যের হাসি ক্লিনিকের সেবা নিতে বলল।

*  সুনা মিয়া (ছদ্মনাম) প্রবাসে থাকেন। দীর্ঘদিন পর প্রবাস থেকে বাড়ীতে এসে নতুন বিয়ে করলেন। ইদানীং বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত সে। ডাক্তারের কাছে চিকিৎসার পরও তার অসুস্থতা দিন দিন বাড়ছে। কিছুদিন পর তাহার নব বিবাহিত স্ত্রীও স্বামীর মত রোগাক্রান্ত হলেন। পরিবারের লোকেরা তাদের কাছ থেকে দূরে সরে যেতে লাগল। সূর্যের হাসি ক্লিনিকে পহেলা ডিসেম্বর এইডস্ নিয়ে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হলো। সুনা মিয়া ও তার স্ত্রী সে অনুষ্টানে আসলেন। আলোচনা সভায় আলোচনাকারীরা বললেন, এইডস্ আক্রান্ত ব্যক্তির সাথে ওঠা-বসা করলে, তাকে স্পর্শ করলে, তার ব্যবহৃত থালা-বাসন, গ্লাস ইত্যাদি ব্যবহার করলে এইডস্ ছড়ায় না। এমনকি মশা-মাছির মাধ্যমেও এ রোগ ছড়ায় না। এ রোগ প্রতিরোধের জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলা, জীবাণুমুক্ত রক্তগ্রহণ না করা, এ রোগের সন্দেহ হলেই দ্রুত সেবাদানকারীর নিকট পরামর্শ নিলে এ রোগ প্রতিরোধ করা যায়। এইডস্ এর কোন চিকিৎসা নেই, সচেতনতাই এই রোগ প্রতিরোধের একমাত্র উপায়। অনুষ্ঠানে তারা সূর্যের হাসি ক্লিনিকের ৫টি ইএসপি সেবা সম্পর্কে জানল।

কুইজের প্রশ্ন

১।  এইডস কি?

 

২।  কিভাবে এইডস ছড়ায়?

 

৩।  একজন গর্ভবতীকে পুরো গর্ভকালীন সময়ে কতবার সেবাদানকারীর নিকট ভিজিট করতে হয়?

 

৪।  শাল দুধ কি ?

 

৫।  কতদিন বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ ব্যতিত অন্য কোন খাবার দেয়া যাবে না?

 

৬।  দেশের বর্তমান আইন অনুযায়ী ছেলে ও মেয়েদের বিয়ের নূন্যতম বয়স কত?

 

৭।  সূর্যের হাসি ক্লিনিকের অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ কয়টি ও কি কি ?

 

৮।   জেন্ডার কাকে বলেন?

 

৯।  একজন মহিলাকে মোট কয়টি টিকা নিতে হয়?

 

১০।  মায়ের ব্যাংক কাকে বলে ?

 

১১। এইডস্ কিভাবে প্রতিরোধ করা যায়?

 

১২।  সূর্যের হাসি ক্লিনিকের তিন দিনের পাহারা টিমের সদস্য সংখ্যা কতজন?

 

১৩। কিভাবে এইডস ছড়ায় না ?

 

১৪।  কত বছর বয়স পর্যন্ত শিশুকে বাড়তি খাবারের সাথে মায়ের দুধ খাওয়াতে হবে?

 

১৫।  বিশ্ব এইডস দিবস কবে?

নিয়মাবলী

১। অংশগ্রহণকারীকে স্বহস্তে উত্তরপত্র লিখে জমা দিতে হবে। উত্তরপত্রে অবশ্যই নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সহ মোবাইল নং লিখতে হবে।
২। সর্বোচ্চ উত্তরদাতাদের মধ্য থেকে ২০ জন (প্রয়োজনে লটারী) বিজয়ীকে সম্মাণনা ও পুরস্কার দেয়া হবে।
৩। উত্তরপত্র আগামী ২৫/১১/২০১৫ ইং বিকাল ৪ ঘটিকার মধ্যে সূর্যের হাসি ক্লিনিক, স্কুল রোড, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট- এ জমা দিতে হবে।

প্রয়োজনে : ০১৭৯৫-২৭৬৩১৮ (ক্লিনিক ম্যানেজার) কল করে বিস্তারিত জানা যাবে।
৪। সিলেটপোস্ট থেকে ডাউন লোড করে উত্তর প্রদান করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.