
যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা ‘অ্যামেরিকান ইসলামিক রিলেশন’ মঙ্গলবার জানিয়েছে, ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে মসজিদগুলোতে সম্প্রতি চালানো ভাঙচুর ও হুমকির একটি তালিকা করেছে তারা। ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, টেক্সাস, কেনটাকি, ভার্জিনিয়া, নেব্রাস্কা, টেনেসি, ওহায়ো ও নিউইয়র্কে মসজিদে হামলার খবর নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থাটি। প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর এই ঘটনাগুলো ঘটে।
গত শুক্রবার প্যারিসে হামলা এবং ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারের কথা জানিয়ে ২৭টি অঙ্গরাজ্যের গভর্নর যুক্তরাষ্ট্রে সিরীয় শরর্ণাথী ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছে। এই ২৭ গভর্নরের মধ্যে ২৬ জনই রিপাবলিকান।
মসজিদে হামলার ঘটনায় নেব্রাস্কার ওমাহার ইসলামিক সেন্টারের এক কর্মকর্তা বলেন, মসজিদের একটি দেয়ালে সোমবার রাতে আইফেল টাওয়ারের ছবি স্প্রে-পেইন্টের মাধ্যমে এঁকে দেয়া হয়েছে। প্যারিস হামলার কয়েক ঘণ্টার মধ্যে ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে ইসলামিক সেন্টারে হুমকি দিয়ে ভয়েসমেইল পাঠানো হয়েছে। এছাড়াও টেক্সাসের ফ্লুগারভাইলের একটি মসজিদে মল ছিটানোর মতো ঘটনা ঘটেছে। সূত্র: আল জাজিরা