সিলেটপোস্টরিপোর্ট:যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে প্রচণ্ড ঝড়ে ৩ জনের প্রাণহানি হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।গত বুধবার এই ঝড় আঘাত হানার পর প্রায় আড়াই লাখ ঘরবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ে অনেক গাছপালা উপড়ে পড়েছে এবং ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয়েছে। ১১৩ কিলোমিটার (৭০ মাইল) গতিতে আঘাত হানা ঝড়ে ওয়াশিটনের পূর্বাঞ্চলের স্পোকেন এলাকাটি ভেসে যায়। এ দুর্ঘটনায় পর উদ্ধারকর্মিরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।