সিলেটপোস্টরিপোর্ট:ভারতের গোয়েন্দা নজরদারিতে রয়েছে ১৫০ যুবক। এর মধ্যে বেশিরভাগই দক্ষিণ ভারতের। তারা আইএসের প্রতি অনুগত বলে জানা গেছে। বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।এতে বলা হয়েছে, ওইসব যুবক আইএসের প্রতি আকৃষ্ট হয়েছে অথবা তারা গ্রুপটির প্রতি সহানুভূতিশীল। নজরদারির সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেছেন, এর মধ্যে কিছু যুবক অনলাইনে আইএসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। তাই তাদের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে। এ পর্যন্ত ইরাক-সিরিয়ায় লড়াই করতে গিয়েছে মোট ২৩ ভারতীয়। তাদের মধ্যে ৬ জন নিহত হয়েছে। একজন মুম্বাইয়ে নিজের বাড়ি ফিরেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় এলাকায় সফর নিষিদ্ধ করা হয়েছে ৩০ জনের। বর্তমানে যারা আইএসের হয়ে লড়াই করছে তার মধ্যে দুযুবক মুম্বাইয়ের কল্যাণ এলাকার, একজন অস্ট্রেলিয়াভিত্তিক কাশ্মীরি, একজন তেলেঙ্গানার, একজন কর্নাটকের, একজন ওমানভিত্তিক ভারতীয়, একজন সিঙ্গাপুরভিত্তিক ভারতীয়।