সিলেটপোস্টরিপোর্ট:রাশিয়া ও সিরিয়ায় এবং সরকার বাহিনীর যৌথবিমান হামলায় অন্তত ৩৬ আইএস নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অনেকেই।আইএসের দখলে থাকা দেইর ইজ্জোর প্রদেশে ওই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপের রামি আবদেল রহমান ওই হামলাকে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে শক্তিশালী হামলা হিসেবে বর্ণনা করেছেন।তিনি জানিয়েছেন, প্রদেশের বড় শহর, ছোট শহর এবং তিনটি তেল ক্ষেত্রে চালানো বোমা হামলাগুলো ২০১১ সালে দেশটিতে বিদ্রোহ শুরু হওয়ার পর সবচেয়ে খারাপ বোমা হামলার ঘটনা।প্রদেশ এবং প্রাদেশিক রাজধানী দখল করে রেখেছে আইএস। তবে সেনাবাহিনীর বিমানবন্দর এবং সামান্য কিছু এলাকা কর্তৃপক্ষের দখলে আছে।আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন জোট শুক্রবার জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় জিহাদিদের ১১৬টি জ্বালানী ট্রাক ধ্বংস করে দিয়েছে তারা। এই অভিযানকে সপ্তাহের সবচেয়ে বড় অভিযান হিসেবে আখ্যায়িত করেছেন তারা।