সিলেটপোস্টরিপোর্ট:পাকিস্তানে পাঞ্জাবের ঝিলম জেলায় আহমদীয় সম্প্রদায়ের একটি মসজিদে শনিবার রাতে আগুন দিয়েছে সেখানকার উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবার পাওয়া যায়নি।খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে ঝিলমের একটি কারখানায় অগ্নিসংযোগ করে উত্তেজিত কিছু ইসলামপন্থী। ঝিলমের জৈষ্ঠ্য পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদে বলা হয়েছে, কারখানাটির নিরাপত্তা প্রধান কামার আহমেদ তাহিরের বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফে আগুন দেয়ার অভিযোগ পাওয়া যায়। সে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরই উত্তেজিত জনতা কারখানাটিতে অগ্নিসংযোগ করে।
সে ঘটনার জের ধরে শনিবার সারাদিন দুইপক্ষে উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছিল সারাদিন। কিন্তু উত্তেজিত জনতা তাদের দিকে পাথর নিক্ষেপ করাসহ মিছিল করে আসছিল। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে যায়। এ সময় মসজিদে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
সেনাবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে এএফপিকে জানিয়েছেন সেনা কর্মকর্তা লে. কর্ণেল খুররম।