সিলেটপোস্টরিপোর্ট:হিন্দুস্তান হলো হিন্দুদের’ এখানে নাগরিকদের জাতীয় নিবন্ধনের (এনআরসি) হালনাগাদে একটা বাংলাদেশির নামও থাকতে পারবে না। এ কথা বলেছেন,ভারতের আসাম রাজ্যের গভর্নর পি বি আচার্য।শনিবার গৌহাটিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে পালিয়ে ভারতে যাওয়া সংখ্যালঘুদের সুযোগ দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রজ্ঞাপনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে এ মন্তব্য করেন তিনি ।আচার্য আরও বলেন, বাংলাদেশ থেকে আসামে বসতি স্থাপনকারী ‘হিন্দু উদ্বাস্তুদের’ কোনো ভয় নেই। পৃথিবীর যেকোনো স্থান থেকে হিন্দুরা ভারতে আশ্রয় নিতে পারবে।তিনি বলেন, ‘হিন্দুস্তান হিন্দুদের। এতে কোনো ভুল নেই। বিভিন্ন দেশের হিন্দুরা এখানে অবস্থান করতে পারবে। তারা বহিরাগত বিবেচিত হবে না। তাদের এ নিয়ে কোনো ভয় পাওয়া ঠিক হবে না। তবে তাদের কিভাবে বরণ করে নেয়া হবে, সেটা একটা বড় প্রশ্ন। আমাদের এ নিয়ে চিন্তা করতে হবে।’তিনি বলেন, এনআরসি তালিকায় একটা বাংলাদেশিও থাকতে পারবে না।
আচার্য আসাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘নির্দিষ্ট আদর্শগত’ গ্রুপের হুমকির কারণে ‘বিপজ্জনক জোন’-এ পরিণত হয়েছে।তিনি বলেন, দেশের অখ-তা হুমকির মুখে। উত্তর-পূর্ব অঞ্চল বিপজ্জনক এলাকা।