সিলেটপোস্টরিপোর্ট:বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্যারিস স্টাইলে হামলা হতে পারে এই আশঙ্কায় পুরো শহর এখনও অচল হয়ে আছে।বেশিরভাগ দোকানপাট, শপিং মল, সিনেমা, কফি শপ,যাদুঘর, রেস্তোরাঁ বন্ধ। রাস্তায় সৈন্যরা টহল দিচ্ছে।হামলার আশঙ্কায় বেলজিয়াম সরকার চূড়ান্ত সতর্কাবস্থা জারি করলে গতকাল শনিবার থেকেই শহরটি কার্যত বন্ধ হয়ে যায়।রোববারও শহরের পাতাল রেল চলাচল বন্ধ রয়েছে।কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।ধারণা করা হয় প্যারিসে হামলাকারীদের একজন সালাহ আবেদসøাম হামলার পরপরই ফ্রান্স থেকে বেলজিয়ামে ফিরে এসেছেন।বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাকে আটক না করা পর্যন্ত হামলার আশঙ্কা কাটবে না।তিনি জানান, তার পাশাপাশি আরো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কারণে সরাসরি হুমকি দেখা দিয়েছে।বেলজিয়ান প্রধানমন্ত্রী বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। সরকারের কাছে খবর আছে অস্ত্র ও বিস্ফোরক সহকারে কয়েকজন মিলে একাধিক স্থানে হামলা চালানো হতে পারে।সালাহ আবেদমের বন্ধুরা বলেছেন যে তিনি এখনও ব্রাসেলসেই আছেন এবং সেখান থেকে সিরিয়ায় চলে যাওয়ার চেষ্টা করছেন।তার বন্ধুরা বিবিসিকে বলেছেন যে সালাহ আবেদসমের সাথে তাদের স্কাইপে কথা হয়েছে।