মৌলভীবাজারে সায়রা মহসীন নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৫, ১১:৩৫ অপরাহ্ণসিলেটপোস্ট রিপোর্ট :মৌলভীবাজার-৩ আসনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সৈয়দা সায়রা মহসীন নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ ও সাধারণ মানুষ।সোমবার সন্ধ্যা ৭টায় আনন্দ মিছিলটি শ্রীমঙ্গল রোডস্থ দর্জিরমহল থেকে বের হয়। মিছিলে নেতৃত্ব দেন সৈয়দ নওশের আলী খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন, সৈয়দা সানজিদা শারমিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দা সাবরিনা শারমিন, জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সম্পাদক আরিফ নেওয়াজ রফি, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।মিছিলটি শাহ মোস্তফা সড়ক হয়ে চৌমোহনা চত্বর ও পশ্চিমবাজার ঘুরে পুনরায় দর্জিরমহলে গিয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সৈয়দা সানজিদা শারমিন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টিমুখ করান।এদিকে মিছিলে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর ও জুড়ী ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।