সিলেটপোস্ট রিপোর্ট :মিয়ানমারে উত্তরাঞ্চলে পরিত্যক্ত খনি ধসের ঘটনায় সোমবার সন্ধ্যায় পর্যন্ত উদ্ধার করা মোট লাশের সংখ্যা ১১৩ তে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছে প্রায় ১০০ জন। খবর রয়টার্সের।স্থানীয় এক পুলিশ কর্মকর্তা খিন কৈ জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় দিনের মতো উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। এ পর্যন্ত ১১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এ দিন দুই নারীর লাশও উদ্ধার করা হয়।কোচিনের পাকান্তে অবস্থিত ওই খনিটি ধসের ফলে আটকে পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তবে গত শনিবারের ওই ঘটনায় জীবিত উদ্ধারের আশা ক্রমেই ম্রিয়মান হয়ে যাচ্ছে।
পান্নাসমৃদ্ধ ওই অঞ্চলটিতে বিগত সেনা শাসনের আমলে পরিত্যক্ত খনিগুলোতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে খনন চালিয়ে আসছে স্থানীয়রা। এ কারণে সেখানে প্রায়ই খনি ধসের ঘটনা ঘটে থাকে।স্থানীয় ও পাচারকারীরা মূল্যবান খনিজদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ চীনে পাচার করে থাকে।