সিলেটপোস্ট রিপোর্ট :সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ইসলামিক স্টেট বা আইএসবিরোধী বিমান হামলায় ৩ হাজার ৯৫২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৫০ জন বেসামরিক লোক রয়েছে। বাকিরা আইএস ও আল নুসরা ফ্রন্টের সদস্য।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার এ তথ্য প্রকাশ করেছে বলে আলজাজিরার খবরে বলা হয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সিরিয়ায় বিমান হামলা শুরু করে জোটবাহিনী। গত ২৩ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে।প্রথম যখন মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় বিমান হামলা শুরু করে তখন জোটে ২৮টি দেশ ছিল। বর্তমানে জোটে রয়েছে ৬৫টি দেশ।সংস্থাটি বলেছে, নিহতদের মধ্যে ৬৬ জন শিশু, যাদের বয়স আট বছরের নিচে। আর ৪৪ জনের বয়স ১৮ বছরের উপরে। সিরিয়ার হামা, আলেপ্পো, হমস, হাসাকা, রাক্কা ও দিয়ের আজ জোর প্রদেশে চালানো ওই সব হামলায় ৩ হাজার ৫৪৭ জন আইএস যোদ্ধা নিহত হয়েছেন। আর আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের ১৩৬ যোদ্ধা নিহত হয়েছেন।