সিলেটপোস্ট রিপোর্ট :পাকিস্তানে মরিয়ম মুখতিয়ার নামে এক নারী যুদ্ধবিমান চালক নিহত হয়েছেন।দেশটির পাঞ্জাব প্রদেশে মঙ্গলবার ওই নারী পাইলটের যুদ্ধিবমানটি বিধ্বস্ত হয়। এ সময় তিনি আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে তিনি মারা যান।দেশটির বিমানবাহিনী সূত্রে জানা গেছে, মরিয়ম মুখতিয়ার নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবেই যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন। এসময় বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে মরিয়ম ও তার সহ-পাইলট প্যারাশুট যোগে বিমানটি থেকে নেমে আসেন। নামার সময় মরিয়ম গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পাকিস্তানের হাতেগোনা কয়েকজন নারী পাইলটের অন্যতম একজন ছিলেন মরিয়ম। আর নারী পাইলটদের মধ্যে প্রশিক্ষণরত অবস্থায় তিনিই প্রথম নিহত হলেন। গত বছর বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে পুরুষশাষিত সমাজে নারী হিসেবে ভিন্ন কিছু করে দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছিলন মরিয়ম।