সিলেটপোস্ট রিপোর্ট :গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, সাস্ট’র (জিডিএন, সাস্ট) উদ্যোগে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট আড্ডা উইথ সাস্ট আইপিইয়ান্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয় । এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভুইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিই বিভাগের প্রধান প্রফেসর ড. মোকাদ্দেস এবং জিডিএন’র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রি শেখর রায়।প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া বলেন, শাবির আইপিই বিভাগ বরাবরই একটি চৌকষ বিভাগ ,যা বিশ^বিদ্যালয়ের সুনামের সাথে অনেকাংশেই জড়িত । এছাড়া এ বিভাগ থেকে সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশাই তিনি করেন ।তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে প্রতিটি শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তাকে সচেষ্ট হতে হবে । বিশ^বিদ্যালয় একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান । তাই যে কোন অনুষ্ঠানের ব্যপারে বিশ^বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা সবাইকে মেনে চলা উচিত।পরবর্তীতে ক্যারিয়ারের বিভিন্ন কলাকৌশল নিয়ে ধারণা দেন আইপিই বিভাগের সাবেক চার শিক্ষার্থী জিআইটির ট্যাকনিকেল অ্যাডভাইজার ফারুক আহমেদ টিটু, বাংলাদেশ নিটেড অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন (বিকেএমইএ)’র এসইআইপি প্রোজেক্টের চীফ কো অরডিনেটর রূপালী বিশ্বাস, সিমেন্ট নির্মাণকারী প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পারচেজ অ্যান্ড ওয়্যারহাউস ম্যানেজার মির্জা তারেক আহমেদ বেগ এবং ফার্নিচার নির্মাণকারী প্রতিষ্ঠান হাতিল’র ইন্টেরিয়র অ্যান্ড প্রজেক্ট বিভাগের প্রধান খালিদ বিন ওয়ালিদ।