সিলেটপোস্ট রিপোর্ট :নাইজেরিয়ার কানো স্টেটে শিয়া সম্প্রদায়ের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।প্রাদেশিক রাজধানী থেকে দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরে ডাকাসোয়া গ্রামে এ নৃশংস হামলা চালানো হয়।একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা বিবিসিকে জানিয়েছে মিছিল থেকে বোমাসহ একজনকে আটক করার পর এ হামলার ঘটনা ঘটে।মুসলিম আন্দোলনের এক নেতা মোহাম্মদ তুরী জানান, এ হামলায় আমরা ২০ জনকে হারিয়েছে।পুলিশ বলেছে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি, তবে বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মিছিলের আয়োজকরা।