সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বাস চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে। সিকৃবি’র পরিবহন শাখা সূত্রে জানা যায়, বিকেলে ক্যাম্পাস থেকে বাস চলাচলের সময় পরিবর্তন করা হয়।নতুন সূচি অনুযায়ী, বাস ক্যাম্পাস থেকে শনিবার বিকেল ৩টায় চৌহাট্টার উদ্দেশ্যে ছেড়ে ৬টায় ক্যাম্পাসের দিকে রওয়ানা দিবে।সপ্তাহের অন্যান্য দিন রবিবার থেকে বৃহস্পতিবার বেলা ৪ টায় এবং ৫টা ১৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যথাক্রমে ৬টা এবং ৭টা ১৫ মিনিটে শহরতলি হতে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিবে।বৃহস্পতিবার পরিবহন শাখার কর্মকর্তা ড. আবু সাঈদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে পরিবর্তিত সময়সূচি আগামী ২৯ নভেম্বর রবিবার থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।