সিলেটপোস্ট রিপোর্ট :চুনারুঘাট হাসপাতালে রোগীদেখাকে কন্দ্রে করে ডাক্তারের উপর হামলা ঘটনা ঘটেছে। এঘটনায় ৩ ডাক্তারসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মুক্তিযোদ্ধাসহ ৪ জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগাঁও ইউনিয়নে উত্তর রানীগাঁও গ্রামের ফুল মিয়া ও চাটপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মাঝে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জের হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের মদ্যে সংঘর্ষ বাধে এতে ৫ জন আহত হয়। আহত রোগীদেরকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মীরা পাল পর্যায়ক্রমে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসার কিছুক্ষন পর চাটপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন কর্তব্যরত ডাক্তারকে জিজ্ঞেস করেন আমার রোগীর চিকিৎসা আগে করেন না কেন। তখন ডাক্তার মীরা পাল বলেন পর্যায়ক্রমে সবার চিকিৎসা হবে। এ কথা বলতেই মুক্তিযোদ্ধা রেগে ডাঃ মীরা পালের গায়ে চড় থাপ্পর মারেন। এ সময় অন্যান্য ডাক্তারা মীরা পালকে বাচানোর চেষ্টা করলে হামলাকারীদের হাতে তারাও আহত হন। খবর পেয়ে থানার এসআই হারুন আর রশিদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মুক্তিযোদ্ধা আফতাব মিয়া (৬০), তার ছেলে সালাউদ্দিন, রুজেল ও রনি সহ ৪ জনকে আটক করে। এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এএইচ আই মামুন জানান, একজন মুক্তিযোদ্ধা এ ধরনে আচরন করতে পারেন এট খুব লজ্জার বিষয়।এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জানান- একজন সরকারি মহিলা ডাক্তারে গায়ে হাত তোলা খুবই দুঃকজনক। পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে।