সিলেটপোস্ট রিপোর্ট :মৌলভীবাজারের বড়লেখায় পারিবারিক কলহের জের ধরে বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে ক্ষোভ আর অভিমানে আত্মহত্যা করেছে সীমা বেগম (১৭) নামের এক কলেজছাত্রী। সে উপজেলার নিজবাহাদুরপুর ইউপি’র গল্লাসাঙ্গন-পকুয়া গ্রামের সমছ উদ্দিনের মেয়ে এবং বিয়ানীবাজার মহিলা আদর্শ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
থানা পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ক্ষোভ-অভিমানে বুধবার ভোররাতের কোনো এক সময়ে সীমা রান্নাঘরের তীরে ঝুলে ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার এসআই বিকাশ।