সিলেটপোস্ট রিপোর্ট : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের শাখা সংঘঠন শ্রমজীবি সংঘ সিলেট এর এক সাধারণ সভা সিলেট নগরির ইসলামপুর মেজরটিলায় অনুষ্টিত হয়। সভা সভাপতিত্ব করেন শ্রমজীবি সংঘের সভাপতি মোঃ বরকত উল্লাহ বতু, সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ সভাপতি সুরুজ আলী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মকবুল। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন। সভায় বরকত উল্লাহ বতুকে আহবায়ক আছির মিয়া ও সুজন মিয়াকে যুগ্ম আহবায়ক, মোঃ দুল্লাল, মোঃ শাকিল, আগা শামিম, আবুল মিয়া, মোঃ আলি, মোঃ ইমন, তাজুল ইসলাম, রাজিম উদ্দিন, জামাল আহমদ, জুবেদ মিয়া, রনি আহমদ, আমিনুল ইসলাম, রফি আহমদ, মোঃ আল-আমিন, এরশাদ মিয়া, কাবুল মিয়াকে সদস্য করে ১৯ সদস্য বিশিষ্ট শ্রমজীবি সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়। সভা থেকে ১২ ডিসেম্বর ট্রেড ইউনিয়ন সংঘের ১৩তম সম্মেলন সফল ও শ্রমজীবি সংঘের আহবায়ক বরকতউল্লাহ বতু সহ ট্রেড ইউনিয়ন সংঘের নেতা মোঃ সুরুজ আলী ও নেতৃবৃন্দের নামে ভূমি খেকো চক্রকর্তিক শাহপরান থানায় মিথ্যা জিডি ও কোন ধরনের তদন্ত্র ছাড়াই পুলিশ কর্তৃক মিথ্যা প্রতিবেদন দাখিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৮.১১.২০১৫