সিলেটপোস্ট রিপোর্ট : মোগলগাও সুপার স্টার ফুটবল ক্লাব আয়োজিত ১ম মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টে শুরু হয়েছে। শুক্রবার রাত ৯টায় সদর উপজেলার মোগলগাও নতুন বাজার সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম টুনু মিয়া।
স্থানীয় মোগলগাও সুপার স্টার ফুটবল ক্লাব উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা সাবেক ফুটবলার বিশিষ্ট মুরব্বী আব্দুল হামিদ ছুনু মিয়া ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্পেন প্রবাসী আব্দুল মালিক আজির, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন মুরাদ, ফোকাস বাংলা নিউজ মিডিয়ার সিলেট প্রতিনিধি বিশিষ্ট আলোকচিত্রী আফজাল হোসেন, সাবেক ফুটবলার আবুল হাসনাত প্রমুখ।
উপস্থি ছিলেন, যুবনেতা নূর আহমদ, আল আমিন , আবু বকর , ফখর উদ্দিন , জামিল মিয়া, ময়না মিয়া, মঈন উদ্দিন, আলী আসকর , আখলাক, দুলাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তিনি এরকম আরো প্রতিযোগীতামুলক টুর্ণামেন্ট আয়োজরে প্রতি গুরুত্ব আরোপ করে আয়োজকদের সবরকম সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
উদ্বোধনী খেলায় মোগলগাও সুপার স্টার ফুটবল ক্লাব কলকাকলী( লালা দিঘীর পাড়) কে ট্রইব্রেকাওে পরাজিত করে। খেলা পরিচালনা করেন, মোঃ সেলিম মিয়া, ধারা বিবরণী দেন আবু তাহের এবং জিয়াইল হক।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৫ টায় কেলা শুরু হবে এবং প্রতিদিন ৫ টি খেলা অনুষ্ঠিত হবে বলে খেলা পরিচালনা কমিটি জানিয়েছেন। খেলায় ১৮০ টি টিম অংশ নিচ্ছে এবং প্রথম পর্ব নকআউট পদ্দতিতে কেলা পরিচালিত হবে বরে জানানো হয়েছে।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৮.১১.২০১৫