সিলেটপোস্ট রিপোর্ট : লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে দরিদ্র পরিবারের বেদেনা বেগমের দুটি সন্তানের লেখাপড়ার খরচের জন্যে ক্লাবের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন মিসেস হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী ছাবিনা আনোয়ার এর পরিচালনায় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ বি১, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ.এস সালাউদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি লায়ন নুরুল ইসলাম মোল্লা, পিডিজি লায়ন মুরাদ উজ্জামান, পিডিজি লায়ন শফিউল আযম ভুইয়া, পিডিজি লায়ন ডাঃ আজিুজুর রহমান, পিডিজি লায়ন নাজমুল হক, লায়ন ডা. এ হাসান এমজেএফ, লায়ন মুজিবুর রহমান, লায়ন মোস্তফা কামাল, লায়ন নূরে রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন নাজনিন হোসেন, লায়ন আছমা কামরান, লায়ন আবেদা হাসান, লায়ন আছিয়া শিকদার, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন শামীমা কালাম, লায়ন মাহমুদা সুলতানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ.এস সালাউদ্দিন আহমদ বলেছেন, লায়ন ক্লাব অব সিলেট সুরমা দেশের দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে এই ক্লাব আন্তরিক। তারই ধারাবাহিকতায় দরিদ্র বেদেনা বেগমের দু’সন্তানের লেখাপড়ার খরচের জন্য নগদ এক লাখ টাকা প্রদান করা নিশ্চয় প্রশংসার দাবীদার। তিনি এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যহত রাখতে ক্লাব কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৮.১১.২০১৫