সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন বলেছেন, সকলের সমন্বিত প্রচেষ্টাই পারে দুর্যোগকালীন সময়ে যে কোন সংকট কাটিয়ে উঠতে। আগে থেকেই প্রস্তুতি থাকলে যেকোন দুর্যোগ মোকাবিলা করে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। ভূমিকম্পের সময় যাতে দুর্যোগ পরবর্তী অবস্থায় কীভাবে মোকাবেলা করা যায় এজন্য সব সময়ই প্রস্তুত থাকতে হবে। ২২নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ঝুকি নিরূপন বিষয়ক ওরিয়েন্টেশন ও তথ্য সংগ্রহ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।শনিবার ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড)-এর ব্যবস্থাপনায় উপশহরস্থ ভার্ডের প্রকল্প অফিস কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।তিনি আরো বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ কবলিত দেশ। বিশেষ করে সিলেট অঞ্চল সবচে বেশি ঝুঁকিপূর্ণ। প্রতিবছর বাংলাদেশের বহু মানুষ দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়। যে কোন মুহূর্তে দুর্যোগ আসতে পারে। তাই সংকেত হলেই নিরাপদ স্থানে যেতে হবে এবং বিগত দুর্যোগ হতে অর্জিত শিক্ষা কাজে লাগাতে হবে।ভার্ড এর ডিপিকো-৮ প্রজেক্টের প্রজেক্ট কোÑ অর্ডিনেটর মো. ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার্ডের সহকারী পরিচালক নাসরিন বানু। মো. ইমাম হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার মো. নজরুল ইসলাম, এমটিপুল সিলেট-এর সহায়ক আমীন তাহমীদ প্রমুখ।