সিলেটপোস্ট রিপোর্ট : জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি, সাবেক রাষ্ট্রদূত ও খ্যাতি সম্পন্ন কূটনীতিক ড. একে আবদুল মোমেন-এর সিলেট আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর যুবলীগ শনিবার দুপুরে সিলেট নগরীতে এক বিশাল মোটর শোভাযাত্রার আয়োজন করে।
মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ডা. মোঃ হোসেন রবিন ও সিনিয়র নেতা সৈয়দ গোলজার হোসেনের নেতৃত্বে মোটর শোভা যাত্রাটি আম্বরখানার সিলসিলা থেকে শাহী ঈদাগাহ, নাইওরপুল, উপশহর রোড হয়ে মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে গিয়ে পৌছে। পরে সেখানে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে আসা ড. একে মোমেন ও কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদুল কবিরকে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তাদেরকে মিছিল ও করতালির মাধ্যমে স্বাগত জানান। মোটর শোভা যাত্রায় আরো অংশ নেন মহানগর যুবলীগের সিনিয়র নেতা কয়েস উদ্দিন আহমদ, সিনিয়র সদস্য মকবুল আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার আলী, মাছুম বিল্লাহ, ফয়ছল আজাদ খান, রাহেল আহমদ চৌধুরী, কবির আহমদ শাহজাহান, জুনেদ আহমদ, মিলন, মহানগর আওয়ামীলীগ নেতা মনজুর আহমদ, পারভেজ খান, তাজুল ইসলাম, খলিলুর রহমান বেলাল, বঙ্গবন্ধু যুব পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য আফছর উদ্দিন টিটু, মহানগর ছাত্রলীগ নেতা মিঠু আহমেদ, সাদেক মিয়া, উত্তম কুমার, শরীফ, তাকবীর, দুলাল আহমদ শান্ত, জুয়েল, অনুজ, এমদাদুুর রহমান সুজন, ময়না আহমদ ও ইয়াছিন আরাফাত প্রমুখ।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৮.১১.২০১৫