সিলেটপোস্ট রিপোর্ট :ক্ষমতাকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সমর্থনের জন্য সরকার ’দূরভিসন্ধিমূলক’ উদ্দেশ্যে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সুযোগ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী।এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণ, শ্বাসরুদ্ধকর পরিবেশ ও রাজনৈতিক অচলাবস্থাকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এই জঙ্গি ও সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছেন সরকারের প্রভাবশালীরা। ক্ষমতাকে সংহত করতে তারা কখনো বলছে ‘জঙ্গি’ আছে আবার কখনো বলছে ‘আইএস’ নেই। আর এসব বক্তব্য বেশীরভাগ সময়ই শোনা যাচ্ছে জাসদের সভাপতি বাংলাদেশে জঙ্গিবাদের প্রতিষ্ঠাতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামদের মুখে। এসব স্ববিরোধী প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা মূল ইস্যুকে মোকাবিলা করতে পারছে না। সরকারের স্ববিরোধিতায় রাষ্ট্র চরম ঝুঁকিতে পড়ছে।রাজপথে মিছিল-মিটিং করার সুযোগ দিলে সন্ত্রাসীরা হামলা-খুন করার সাহস পেত না। কিন্তু শেখ হাসিনা সরকার জনগণের কথা বলার অধিকার হরণ করেছে, রাজপথে নামলেই গুলি করা হয়।তিনি আরো বলেন, ‘সারাদেশের ন্যায় সিলেটেও যৌথ অভিযানের নামে পৌর নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হাজার হাজার নিরীহ নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। ফলে সরকারের এই নীতি ভুল। এই বিষয়টি দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে।-বিজ্ঞপ্তি