সিলেটপোস্ট রিপোর্ট :২৩শে নভেম্বর সোমবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ছোট ধামাই গ্রামে অবস্থিত “মণিপুরী শিল্পকলা একাডেমী মিলয়াতনে ” ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও এস,এস,সি এইচ,এস,সি স্নাতক ও স্নাতকত্তোর ২০১৫ইং ” উর্ত্তীর্নদের দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতির ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনের মাধ্যমে প্রথম অধিবেশন অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০.৩০ মিনিটে বা,ম,ছা,স এর প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের মাধ্যমে র্যালী পদক্ষিন করা হয়। কর্মী সভা শেষে শিশু কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগীতা মনিপুরী ও বাংলা ভাষায় অনুষ্ঠিত হয় ।সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ,শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী অসেম,সত্যজিৎ সিংহ এর উদ্যোগে এবং বা,ম,ছা,স এর সহযোগিতায় “নৈতিক মূল্যবোধের শিক্ষাই জাতি গঠনের পূর্বশর্ত” এই প্রতিপাদ্য বিষয়ের উপর বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির অংশগ্রহনে এক প্রানবন্ত বিতর্ক প্রতিযোগীতা শুরু হয় । বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে ছিলেন অহৈবম রনজিৎ সিংহ। আরো উপস্থিত ছিলেন বা,ম,ছা,স এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এন,শ্যামল সিংহ ,খোমদ্রাম বিরেন সিংহ সহকারী শিক্ষক বাবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফানজৌবম সমরজিৎ সিংহ সিনিয়র শিক্ষক । সভাপতিত্ব করেন বা,ম,ছা,স কেন্দ্রীয় কমিটি’র সহ-সাধারন সম্পাদক সুমিত সিংহ ।
দ্বিতীয় অধিবেশনে ৩ ঘটিকার সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনজিতা শর্ম্মা,ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ, জুড়ী,কুলাউড়া । বিশেষ অতিথি কুঞ্জেশ্বর সিংহ,প্রধান শিক্ষক ছোট ধামাই উচ্চ বিদ্যালয় , এল নন্দলাল সহযোগী অধ্যাপক ও উপদেষ্টা বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি এবং ওয়াই চন্দ্রজিৎ ব্যাবস্থাপক, মুক্তিযোদ্ধা যাদুঘর,সিলেট । আলোচনায় আরো অংশগ্রহন করেন এফ,ভাগ্য সিংহ , এম, রতন সিংহ ।আলোচনা পর্ব শেষে “নির্ঝরিণী ”নজরুল সংগীত মহাবিদ্যালয়ের পরিচালক পি, বিধান সিংহের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয় । এতে অংশগ্রহন করেন বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পি নিখিল দাস ,এল নিবাস সিংহ,এফ,ভাগ্য সিংহ। মৃদঙ্গ নৃত্য পরিবেশন করেন দেশ বিদেশ অংশগ্রহনকারী অনিক সিংহ । সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অয়েকপম অঞ্জু এবং কোন্থৌজম অনন্ত ।