সিলেটপোস্ট রিপোর্ট :ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইমরান আহমদ এমপি বলেছেন, শিক্ষা প্রসারে বর্তমান সরকার বিপ্লব ঘটিয়েছে। জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। গ্রামাঞ্চলের শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাই এই উপজেলা একটি আইটি পার্ক নির্মাণ কাজ চলছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান আহরোহনের আহŸান জানান।শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ উপজেলা ২নং ইসলামপুর ইউনিয়নের ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০১৫ সালে এ প্লাস প্রাপ্ত জেএসসি, এস.এস.সি ও এইচ.এস.সি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, বিদ্যালয়ের সাময়িকী ‘প্রত্যয়’র মোড়ক উন্মোচন এবং নবনির্মিত একাডেমী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল এর সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হক ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল হক, সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েস আলম, জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট আজমল আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজাদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী ও জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোছব্বির, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।