সিলেটপোস্ট রিপোর্ট :দৈনিক সিলেটের ডাক’র স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্নায়ুর জটিলতায় ভুগছেন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালের নিচতলার ২৬নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
সাংবাদিক জাবেদ আহমদ তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।