সিলেটপোস্ট রিপোর্ট :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি উৎসব ‘আইপিভিশন সিএসই কার্নিভাল ২০১৫’- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ক্যাম্পাসে যান তিনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রী ক্যাম্পাসের আইআইসিটি ভবনের সামনে উপস্থিত হলে ছাত্রলীগ কর্মীরা একেক পক্ষ বিশ্ববিদ্যালয়ের একেক ছাত্রনেতার নামে স্লোগান ধরে। এ সময় উত্তেজনা দেখা দেয় এবং বিভিন্ন পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।কেন্দ্রীয় মিলনায়তনে বাইরেও ছাত্রলীগ নেতাকর্মীরা ফের স্লোগান দিতে থাকে।এ সময় গাড়ি থামিয়ে প্রতিমন্ত্রী ছাত্রলীগের নেতাকর্মীদের বলেন, “৫/৭ বছর আগে আমিও ছাত্রলীগের কর্মী ছিলাম। আজকে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ১০ জন এক নেতাকে, অন্য ১০ জন আরেক নেতাকে পছন্দ করেন।“তবে কেউ কারো নামে স্লোগান দেবেন না। দয়া করে আপনারা কোন্দলে লিপ্ত হবেন না।”কার্নিভালে আসা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনের দিকে বসতে দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের পেছনের দিকে বসার নির্দেশও দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কোনো নেতার নামে স্লোগান না দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “স্লোগান হবে শুধু আমাদের আদর্শ ও নেত্রীর নামে।”