সংবাদ শিরোনাম
শাল্লার হবিবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু  » «   সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা  » «   কমলগঞ্জের শমসেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত  » «   এরাবরাক নদীর উপর সেতু উদ্ধোধন-হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েক লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হলো  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু  » «   ওসমানীনগরের সাজুর লাশ দেশে আসছে রবিবারে  » «   যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ  » «   মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র জেলা ও দায়রা জজ  » «   জৈন্তাপুরে চারিকাটায় “দি মেঘালয় চা-বাগানের” লীজ বাতিল করে স্থানীয় ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবী জানিয়ে মানববন্ধন   » «   জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর প্রশাসনের সহযোগিতায় মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি  » «   সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী   » «   পর পুরুষের সাথে স্ত্রীর যুক্তরাজ্য যাওয়ার খবরে পর্তুগালে স্বামীর আত্মহত্যা  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু  » «   জৈন্তাপুরে সিলেট তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩  » «   জৈন্তাপুর মডেল থানা কর্তৃক ১৪৮ পিস ইয়াবা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার”  » «  

জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই : ইমরান আহমদ এমপি

DSCসিলেটপোস্ট রিপোর্ট : সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়ানইঘাট-জৈন্তাপুর) আসনের এমপি, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইমরান আহমদ বলেছেন, শিক্ষা প্রসারে বর্তমান সরকার বিপ্লব ঘটিয়েছে। জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। গ্রামাঞ্চলের শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাই এই উপজেলা একটি আইটি পার্ক নির্মাণ কাজ চলছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান আহরোহনের আহ্বান জানান।
এমপি ইমরান আহমদ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ উপজেলা ২নং ইসলামপুর ইউনিয়নের ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০১৫ সালে এ+ প্রাপ্ত জেএসসি, এস.এস.সি ও এইচ.এস.সি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, বিদ্যালয়ের সাময়িকী ‘প্রত্যয়’র মোড়ক উন্মোচন এবং নবনির্মিত একাডেমী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল এর সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হক ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল হক, সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েস আলম, জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট আজমল আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজাদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী ও জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোছব্বির, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
বক্তব্য রাখেন কোম্পানীঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল হক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম কমান্ডার, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, উত্তর রনিখাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সমাজসেবী কমর উদ্দিন চৌধুরী, শামীম আহমদ, মল্লিক হোসেন, দাতা সদস্য আমিনুল ইসলাম, সদস্য আব্দুল মালেক, সাদ উল্লাহ, জয়নাল আবেদীন, জহির মিয়া, মাহমুদ আলী, নুরুল হক, ইলিয়াসুর রহমান, সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জিত দেবনাথ ময়না, রফিক আহমদ, হাজী মাহমুদুল হাসান, ছাত্রলীগ নেতা ফারুকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আব্দুল হক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র জুয়েল আহমদ। গীত পাঠ করেন অষ্টম শ্রেণীর ছাত্রী সুমা রাণী দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ইমরান আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও ১৮জন শিক্ষার্থীর মধ্যে উপ-বৃত্তি বিতরণ প্রদান করেন। ৬২ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমী ভবনের ফলক উন্মোনের মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ইমরান আহমদ। বিদ্যালয়ের সাময়িকী ‘প্রত্যয়’র মোড়ক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন ভাটরাই মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ফখরুজ্জামান।

সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৯.১১.২০১৫

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.